অ-কাব্য
কাঁপছে পাতা হিম বোলানো ঠান্ডা হাওয়ায়,
আনমনা মেঘ নিকানো ধূসর নীলচে দাওয়ায়।
দাওয়ার পাশে কবিতা তোমার সদ্যস্নাত,
রোদ আঁচলে নকসা আঁকা জাফরি মতো।
মনপিওনের ফেলে যাওয়া...
আনমনা মেঘ নিকানো ধূসর নীলচে দাওয়ায়।
দাওয়ার পাশে কবিতা তোমার সদ্যস্নাত,
রোদ আঁচলে নকসা আঁকা জাফরি মতো।
মনপিওনের ফেলে যাওয়া...