...

4 views

অ-কাব্য
কাঁপছে পাতা হিম বোলানো ঠান্ডা হাওয়ায়,
আনমনা মেঘ নিকানো ধূসর নীলচে দাওয়ায়।
দাওয়ার পাশে কবিতা তোমার সদ্যস্নাত,
রোদ আঁচলে নকসা আঁকা জাফরি মতো।

মনপিওনের ফেলে যাওয়া শেষ চিঠি টা,
পড়েই আছে ডাকবাক্সে ধুলোমাখা।
ধুলোমাখা আলসে গুলোও অতীত স্মৃতির,
উঠছে ভিজে জমছে যতই রাতের শিশির।

শহরে এখন শীতের রঙিন বিজ্ঞাপন,
ভিতর ঘরে নিঃশ্বাসের ওম, নৈঃশব্দ যাপন।
যাপন করা অভ্যাস গুলো নদীর মতো নাব্য!
ছন্দ মেলা কবিতা সবই নয়কো মোটেই কাব্য।।

© PAM