...

3 views

কলুষিত বসন্ত
প্রিয় পলাশের গায়ে রক্তের লাল,
কুহুতান আর্তনাদ প্রায়।
বসন্তের ভোরে ভয় আর শীত
জড়াজড়ি নরম কাঁথায়।

জতুগৃহের আঁচ চোখে এসে লাগে
জ্বালা হয়ে অবিরাম ঝরে,
ফাগুন হাওয়ায় উড়ে আসা ছাই
কবরের মাঝে গিয়ে পড়ে ।

সত্য হারে, মিথ্যে রাজত্ব গড়ে
চুপ হয় কথার মিছিল।
ভাষাহীন শব্দেরা নিথর কালো শরীরে
ইতিহাস গড়ে অনাবিল।

রক্ষক আর ভক্ষকে মিলেমিশে খায়,
সাধারণ চোখ বোঝে ধাঁধা।
গ্রামের প্রান্তর জানে, জানে মহানগরীও
আইনের দুটো চোখই বাঁধা।

© PAM