কলুষিত বসন্ত
প্রিয় পলাশের গায়ে রক্তের লাল,
কুহুতান আর্তনাদ প্রায়।
বসন্তের ভোরে ভয় আর শীত
জড়াজড়ি নরম কাঁথায়।
জতুগৃহের আঁচ চোখে এসে লাগে
জ্বালা হয়ে অবিরাম ঝরে,
ফাগুন হাওয়ায়...
কুহুতান আর্তনাদ প্রায়।
বসন্তের ভোরে ভয় আর শীত
জড়াজড়ি নরম কাঁথায়।
জতুগৃহের আঁচ চোখে এসে লাগে
জ্বালা হয়ে অবিরাম ঝরে,
ফাগুন হাওয়ায়...