...

4 views

কলমের খোঁচায় (প্রথম পর্ব)
কলমের খোঁচায়
শ্রী রাজু গরাই ৪ঠা ডিসেম্বর ২০২৩

কলমের খোঁচায়
কালবৈশাখি আসে অন্তঃকরণ রাজপ্রাসাদে
বিধ্বস্ত অলিখিত কাব্য।

কলমের খোঁচায়
অধরকোণে ফুটে ওঠে হাসি
প্রকৃতির আপন উতলা হৃদয়ে বাজে বাঁশি
ভুলে ভরা নদীকূলের সৌন্দর্যে জাগে প্রেম
গগনমূল অরুণকিরণ ভরি রচে রংধনুফ্রেম।

কলমের খোঁচায়
তোমার ছন্দে দুলে সোহাগের বাণী
ব্যস্ত জীবনেও মনে পড়ে হাসিমুখখানি
নয়তো সে গেছে চলে শ্রোতহীন দেহ ফেলে
বাস্তবতার প্রতিফলন জীবনে মানি।

কলমের খোঁচায়
আঁখিজলে নির্বাসন দিয়েছো মলিন মুখে
কত না রজনী অতিক্রান্ত বিরহের দুখে।
ভালোবেসে নাও না ফিরায়ে নয়নে
আঁধারের আলো ঘুচে যাবে ভবনে !

#WritcoQuote #poem #writerRajuGarai #RajuGarai #কলমের_খোঁচায় #poetry #inspiration #letter #philosophy
© কলমে...শ্রী রাজু গরাই