...

7 views

মূল্যায়ন
মূল্যায়ন
পথের দিশা শেখায় শিক্ষা
চলার পথে-পথে।
মানুষ কেবল চাইছে বেড়ে
অম্বর টাকে ছুঁতে।
দেখা যায়না মানসিকতা
উচ্চ শিক্ষার মাঝে,
ডিগ্রি অর্জন আজ শুধুই
পাতার ভাঁজে ভাঁজে।
মানুষ হয়ে মানুষ নেই আর
মানুষের ধারে কাছে,
হিংসে কেবল গ্রহণ আনে
মনুষ্যত্বের নামে!
শিক্ষা কেন পয়সা চেনে
চেনে না কেন বিবেক!
হতবুদ্ধি কু-শিক্ষা
কেন এ সমাজের?

🖋️ শিল্পা মিশ্র🌻🦋
Copyright reserved, 18.10.2022
© All Rights Reserved