...

9 views

এসেছ দুয়ারে
আজ ফাগুনের উত্তর হাওয়া দুলছে তীরে,
দেখিনি ত আমি অনুভব করেছি সবে।
শুনেছি শিমুল পলাশ ফুটেছে গাছে,
কিন্তুু আমি ত দেখনি তাকে।
তুমি এসেছ শুনেছি অুনভব করেছি মাত্র,
তুমি এ প্রেম তুমি এ বিরন্ঞনা,
তুমি শখা সনে প্রেম আলিঙ্গনে করেছ ছলনা।
তুমি নিত্য নতুন অবুঝ মনে দিয়েছ যন্ত্রণা,
আমি হাসিতে চাই না আর কাঁদিতে ও পারি না।
ফাগুন বুঝিনা তোমার খেলা,
তুমি কেন দিলে এই অভাগা অন্তরে
চাঁদের জোৎস্না?
মনের শত প্রেম বুকে চেপে ধরে,
উত্তরে হাওয়া তে,,,,,,,,
আমার কুড়ে ঘরের ঐ দরজাটা আলতো ফাঁকা করে,
জানাব তোমায় আমি,
আজও আছি বেঁচে তোমার পরশ প্রাণে।

© Pk
The writing poem ,
The writer pk