তুমি বিনা
তুমি দেখা দিলে মোরে নবীন প্রহরে ;
সপ্নের ন্যায় অজানা শহরে !
দেখিবার তরে ফিরিবে তো ওহে ;
হৃদয়ে মোরে এই কামনা যে রহে !
তুমি বিনা আজই শূন্য যে আমি ;
হৃদয়ের চোটে অশ্রু যে নামি !
বিরহ সে ব্যাথা দিয়ে যায় মোরে ;...
সপ্নের ন্যায় অজানা শহরে !
দেখিবার তরে ফিরিবে তো ওহে ;
হৃদয়ে মোরে এই কামনা যে রহে !
তুমি বিনা আজই শূন্য যে আমি ;
হৃদয়ের চোটে অশ্রু যে নামি !
বিরহ সে ব্যাথা দিয়ে যায় মোরে ;...