...

4 views

বিলম্বিত ভালো বাসার অপেক্ষা
"বিলম্বিত ভালোবাসার অপেক্ষা "

এইতো, সেদিনের ঘটনা নিয়ে কত ভাবনা,
এতগুলো দিবস-রজনী, কত সহজে পার করা!
প্রকৃতিতে এখন বৃষ্টি হচ্ছে,
আমার ভাবনার জগতে যা নিয়ে কত- শত উপায়ে কল্পনায় ছবি আঁকার চেষ্টা।

অবুঝ মনের যত সব এলোমেলো ভাবনা,
মনের এই অবুঝ চাওয়ার মাঝে আজ কত অপূর্ণতা!

এত মানুষের ভিড়ে আমি আজও কত একলা!
কতটা শূণ্যতায় ঘেরা এই মনের অবস্থা!

আজ কোন কিছুতেই আর মন খারাপ হয় না!
মনের কথা বলতে না পারার মাঝেই যত কল্পনা।
মাঝে মাঝে মনে হয়, শূন্যতার মাঝেই আমার বড্ড ওঠা-বসা।

বিলম্বে প্রাপ্তির অপেক্ষায় থাকা আমার সেই অচেনা ভালোবাসা,
যাকে ধরে রাখার নেই কোন বৃথা ভাবনা,
ছুতে না পারার নেই সেখানে বিশেষ কোন অপূর্ণতা।

বিলম্বে ঘরে ফিরতে নেই আমার কোন ভাবনা।
বৃষ্টিতে ভিজতেও আমার নেই কোন বিশেষ ইচ্ছা।

সব কিছুতেই আমার বড্ড বেশি উদাসীনতা,
অনেক অভিমানে তাই সবকিছু ভুলে থাকার চেষ্টা।

বিলম্বে ঘরে ফিরতে আমার নেই যে কারো মানা।
আমার জন্য আজও নেই! তাই করিনা বিশেষ কারো অপেক্ষা!!
# ০৫ অক্টোবর, ২০২৩
© Khan’s writing