...

3 views

গাড়িটা থেমে আছে
জীবনের গাড়িটা থেমে আছে একটা স্টেশনে। 
জং ধরা, নিষ্প্রাণ নির্জন বিরক্তিকর একটা স্টেশন;
ভাঙাচুরা জরাজীর্ণ প্ল্যাট-ফর্ম, চারিদিকে জঞ্জালে পূর্ণ। 
যতদূর দু-চোখ যায় দেখি কেবল ধূসর মরুভূমি
প্রাণহীন শুষ্ক পরিবেশ, গাছপালা শুকিয়ে কাঠ।
সবুজ বনভূমি নেই, নেই কোথাও প্রাণের স্পন্দন 
কিছুই নেই মনঃপূত, নেই কোনও দৃশ্য মনোরম;
কেউ নেই সহযাত্রী, নিঃসঙ্গ বিরক্তিকর নিশ্চল জীবন।
স্টেশনে বসে দেখি কতশত গাড়ি চলেছে ছুটে আপন গতিতে;
জীবনের গাড়িটা আমার থেমে আছে একটা স্টেশনে। 

প্রাণহীন এই স্টেশন ছেড়ে চলে যাবার জন্য আকুল মন।...