...

13 views

কাঁচপোকা
আকাশ ডোবে অন্ধকারে
আর বৃষ্টি অকারণ
ক্লান্ত শরীর, ভেজা ডানায়
সে উড়বে কতক্ষন

তাই থামতে হয়
তোমারি কোলে
পাতায় মোড়া
ঐ আঁচলে
রাতটুকু সে কাটায়...

তবু যতদিন যায়
পাতা কুরে খায়
সেই কাঁচপোকায়
সেই কাঁচপোকায়

ভুল হিসাবে
কে যে কি পাবে
লেখা ছিল সেই পাতায়
বোঝেনি তো কাঁচপোকায়...


বৃষ্টি যখন থেমে আসে
সূর্য ঘোর অবিশ্বাসে
সীমানায় দেয় দেখা
তাই ভুলে যায় কাঁচপোকা

আঁধার যায় না সরে
শুধু বদলে যায় ছায়ায়...

তবু যতদিন যায়
পাতা কুরে খায়
সেই কাঁচপোকায়
সেই কাঁচপোকায়

ভুল হিসাবে
কে যে কি পাবে
লেখা ছিল সেই পাতায়
বোঝেনি তো কাঁচপোকায়...

© Avik Ghosh


I have also composed a music for this poem and I have performed it on my YouTube channel "An Innocent Youtuber". You can check out the song if you are interested. 🤗