...

9 views

এক অশরীরীর সাথে প্রেম করবো
অশরীরীর সাথে প্রেম করবো,
আমার প্রেমে যে শরীরই সব নয় -
অন্তত তার প্রমাণ থাকবে !
প্রেমটা জোর করে লুকিয়ে রাখতে হবে না -
প্রেমিকা ধরা দেবে, শুধু আমার আঁখিতে,
পাগল!
তা তো বটেই -
পাগল না হলে কি আর প্রেমে পরা যায়!
সম্পূর্ণ অনিশ্চয়তায় ডুব দেওয়া যায়!
হারিয়ে যাওয়া যায় দিক না জানা পথে!

এক অশরীরীর সাথে প্রেম করবো।
সারাদিনের অপেক্ষা, পূর্ণতা পাবে
নিবিড় অন্ধকারে।
দমকা হওয়ার মতো কেশরাশি,
ভাসিয়ে নিয়ে যাবে আমায়…
নিশির ডাক?
তা তো বটেই -
সেই ডাক না পেলে কি ছুটে যাওয়া যায়!
খুঁজে পাওয়া যায় অচেনা কে?
মিশে যাওয়া যায়, প্রেম মাখা ওই বুকে!

এবার -
এক অশরীরীর সাথে প্রেম করবো…

© জিপ্`সি
৬ই জুন, ২০২০