...

5 views

স্বপ্নের রাজপথ
রাজপথ নির্মাণ হবে, শুনেছ সবাই, রাজপথ।
চলবে হাতি, চলবে ঘোড়া, চলবে রাজার রথ;
ছুটবে কত দামী দামী গাড়ি বিএমডব্লিউ ফারারি,
জর্জ ব্যারিস্টার মন্ত্রী সুপারস্টার সবাই দেবে পাড়ি।
গাঁয়ের ঐ ছোট্ট পথটা রাজপথ হবে, কি সৌভাগ্য!
জমি দাও, জমি দাও সবাই রাজপথের জন্য।
ছাড়তে হবে জমি, ভাঙতে হবে পুরোনো সব ইমারত;
উঠবে তবেই গড়ে সুন্দর সুদৃশ্য স্বপ্নের রাজপথ।

কাটা হচ্ছে কত শত প্রাচীন বৃক্ষ, ধ্বংস হচ্ছে বনভূমি।
রাজপথ হবে, ক্ষতি কি অরণ্য ধ্বংস হলে একটুখানি ?
ভাঙছে স্কুল, ভাঙছে অফিস, সবকিছু ভেঙে চুরমার!
চিন্তা নেই, সবই তো সরকারি, গড়ে দেবে আবার।
মানুষের করের টাকায় ভাঙবে গড়বে, এ তো...