...

10 views

'বিলাপ'
সখা হে আমার নাও এ নেই না
ফিরে চায় না সখি
সখাই আমার বলতে কি পারিস
তাকে কত্ত ভালোবাসি

মাঝ গাঙে সে রাত পোহাইল
প্রেম বিলাইল লোকে
আর শূন্য ঘরের মাটির দেউল
আমার রস শোসে

কাজ নাই মোর
বিন কাজে আর
কত ঘুরিব পাড়া
বলিস তারে যদি অকপটে
দেয় সংকেত সাড়া

সবে তারে হেরী
নয়ন জুড়াইল
আমি পড়িলাম ফাঁকি
ওলো সখি মোর
বলতে কি পারিস
তাকে কত্ত ভালোবাসি

এলো চুল মোর
রূপ হারাইল
পিপাসিত দুই আঁখি
তাকে হেরী ফের
রূপ জুটাইবো
দিবো কামনাতে বাতি

@ তুষার কর
© Poetica_de_insanire