জীবন দর্শন
শোকাপ্লুত নিঃস্তব্ধ রাত্রি,
জীবনদর্শনের ব্যেস্ত রাস্তায় একাকি পথ হাঁটি।
ব্যেথার বাঁশির নিরব ক্রন্দন,
বাস্তবতার আঘাতে কম্পিত হৃদয় স্পন্দন।
জলন্ত অগ্নিকুন্ড থেকে নিঃসারিত ধূসর ধোঁয়ার রাশি,
পরিস্থিতির বিপাকে রঙ্গিন স্বপনগুলো,
পড়েছে সত্যতার...
জীবনদর্শনের ব্যেস্ত রাস্তায় একাকি পথ হাঁটি।
ব্যেথার বাঁশির নিরব ক্রন্দন,
বাস্তবতার আঘাতে কম্পিত হৃদয় স্পন্দন।
জলন্ত অগ্নিকুন্ড থেকে নিঃসারিত ধূসর ধোঁয়ার রাশি,
পরিস্থিতির বিপাকে রঙ্গিন স্বপনগুলো,
পড়েছে সত্যতার...