...

1 views

কবিতা: লুকোচুরি
কবিতা: লুকোচুরি

আমি চঞ্চল, আমি উচ্ছৃঙ্খল
আমি রাখি চেপে তোমাদের
পদতলে অবিরল।
আমি দুর্নিবার
দুর্মদ, সদা অদৃশ্য বীর
করায় তোমাদের নত শির ।
তবে হ্যাঁ আমি ও
হতে পারি শান্ত শিশু
কখনো কখনো
যখন তোমরা
'চাওয়া' পাওয়ায় বদল করে
আমায় তুষ্ট করতে পার।
কিংবা শাসন এমন করো
ভয়ে আমি জড়সড়
চুপটি করে
ঘুমিয়ে পড়ি
তোমার কোলে,যেমন শিশু
আড়ালে যায় মায়ের আঁচলে।
আমি,বলছিটা কে তোমরা
বুঝতে কি ভাই পার
নাকি খুব
খুঁজে মর
ঘরের বাইরে হন্যে হয়ে?
অদৃশ্য, বলেছিতো প্রথম পরিচয়ে।।

**KRN**
09.05.2024.T
Writco: 10.05.2024.