...

2 views

#পূর্ণতা
পূর্ণতা

সাগর বলে আমার পূর্ণতা কিসে -
তোমরা কি জানো ????
আমার পূর্ণতা , নদী যখন এসে মিশে ।।

পথ বলে ,কিসে আমার স্বার্থকতা জানো কি তুমি ??
পথিক যখন চলে খুঁজে পাই স্বার্থকতা ।

অক্সিজেন দিয়ে বাঁচাই জীবন -
এটাই যে আমার অবদান , এই বলে গাছ ।

পাখী বলে ,জানি উড়ে চলি যখন আমরা
আসে তখন আকাশের পূর্ণতা ।

তেমনই বলে নারী আসে পূর্ণতা
যখন হই " মা " ।।।

স্বত্ব সংরক্ষিত :-- জয়শ্রী অধিকারী
২২ শে বৈশাখ ১৪২৮
© জয়শ্রী অধিকারী