...

2 views

কবিতা: বসন্তে ঘরে ফেরার টান
কবিতা: বসন্তে ঘরে ফেরার টান

পলাশ যখন আগুন ঝরায় বনে বনে
আমার তখন ঘরে ফেরার ভাবনা জাগে মনে মনে।

সকাল বেলা কোকিল যখন মত্ত তানে
আমার গ্ৰামের ঘর নিকানোর গন্ধ সোঁদা মেশে ঘ্রাণে
আমি তখন ঘরে ফেরার তরী সাজায় মনে মনে।

দুপুর বেলা ঘুঘু ডাকে উদাস মনে
চড়াই পাখি বাঁসা বাঁধে ঘরের কোণে
পিঁপড়ে গুলো সারি দিয়ে চলে যখন জীবন রণে
আমি তখন স্বপ্নে ঘুরি আমার গ্ৰামের কোণে কোণে।

বিকাল বেলা কচি নিমে উঠলে দোলা
মনে ভাসে আম কুড়ানোর সে এক খেলা
আর মা কাকিদের কাপড় কেচে সন্ধে জ্বালা
তার সাথে এক বকা - বকি পড়তে বসার সাঁঝ উঠানে
আমি তখন পাগল যে হ‌ই ঘরে ফেরার শিহরণে।

সন্ধেবেলা কালপুরুষ টা মাথার উপর
তীর ধনুকটা তাক্ করে যেই শিকার পানে,
সন্ধেতারা সেই ভয়েতে দৌড়ে চলে পছিম পানে,
সপ্তর্ষি দৌড়ে এসে আনে তাকে নিয়ন্ত্রণে
আমি তখন ক্লান্ত ,কাতর তবু যাই শয়ণে
ঘরে না ফিরতে পারার অভিমানে।।
**KRN**
02.05.1999.T
Writco: 29.02.2024