...

15 views

সোনালি পাষাণী
মরুর কাছে পরাজিত কোনো একজন সম্রাটের জীবন অন্ত হওয়ার শেষ মুহুর্ত টা।
সোনালী শব্দটি ইতিবাচক সব কিছুতে আমরা ব্যবহার করি। এই কবিতায় সোনালী বালির মরুভূমি কতটা পাষাণ তা প্রকাশ করেছে।
সূর্যদয় নিয়ে আসে নতুন স্বপ্ন। তবে অসহ্য হয়ে ওঠে যদি তা মরনের ক্ষন কাছে নিয়ে আসতে থাকে।

সোনালী পাষাণী
এস এ মার্শাল ০৩/০৯/২০১৮

ভূমিতে চির স্তব্ধতার
ভয়ানক অনুভূতি,
চিকচিক করে বালি
রয়ে আছে নিরবধি।

মেঘ নেই, জীবন্ত নীলাকাশ,
বয়ে বেড়ায় অরোধ্য হাওয়া,
উজ্জীবিত সূর্যোদয়টি যেন
মোর অস্তের শেষ খেয়া।

যত খুঁজি কিনারা
তত মেলে গহিনা।
তত হয় ক্ষয়
তাকলামাকানের জয়।

“এক ফোটা ভিক্ষা-জল”
ছুটি মরীচিকার পানে,
সোনালি পাষাণীর
এই বিভীষিকাময় গোরস্থানে।

উপরে শকুনের উল্লাস,
তাদের অস্থির খোঁজ -
কখন হবে আমায় নিয়ে
তাদের সেই প্রিয় ভোজ?

বুকের সাহস?
সে তো অনেক অতীতে,
পরাজিত হয়েছে
অসংখ্য ভীতিতে।

সিংহ পুরুষ!
ভয়ে ছিলো সবাই,
হুকমে কেঁপেছে
উজির, নাজির, সেপাই।

নেই কোনো আশা
নেই কোনো শক্তি,
এ কি হয়েছে
মোর চরম পরিণতি?

শিওরে উঠার
বল নেই আর,
না পারি খুঁজিতে
এ ভুবনের প্রতিকার।

প্রতি নিশ্বাস,
বিশ্বাস ঘাতকতা,
প্রানের বদলে
এনেদেয় সুষ্কতা।

শুষ্কহৃদয়ের
অবশিষ্ট যেটুকু স্পন্দন
তোমায় ডেকে হে,
হলো মোর সমাপন।
© S. A. Marshal