...

4 views

বিলাপ
রাত্রি গভীর যখন
একফালি চাঁদ মেঘে দাফন।
একটা নিকষ কালো বেশ
নিঃসাড় নিঃশব্দ অনুপ্রবেশ।
যেন গোপন অভিসারে কোনো প্রণয়ী,
সুযোগের অপেক্ষায় অন্যায়ী।

তারপর এলো সেই ক্ষণ
চাঁদ এলো প্রকাশ্যে যখন।
না সে অন্যায়ী, না প্রণয়ী
সে অনুনয়ী।
তার শীতল গভীর চোখ
আর জঠর পূর্ন ভোখ।
একটু অন্নের সন্ধান।।

রসদ সংগ্রহ যেই না শেষ
ধেয়ে এলো গৃহী রেশ।
খাবার জাপটে ধরা শীর্ণ কঠিন দুটি হাত
আপ্রাণ ধাবনে অসংলগ্ন মৃত্তিকা পাত।
যারতারপর একফোঁটা শিশিরের বিচ্ছেদ
ঘাস হারায় তার চমক, তেজ।
মৃত্যু হয় সহস্র পদাঘাতের ছল
জিতের সবুত মুঠো ভাত আর চোখের জল।

© itz sp's