...

6 views

নিশ্চুপ
দিনের আলোয় যায় না দেখা,
অন্ধকারে তার বিরাজ।
সবার সামনে যায় না বোঝা,
নীরবতাতে সে পায় প্রকাশ।
মুখোশধারী সে অদ্ভুত বড়ো,
সদা হাস্য মুখ ও উজ্জ্বল,
মুখোশের আড়ালে রক্তাক্ত হয়ে,
থাকে সে নিঝুম ও নিরুজ্জ্বল।
ভীত সে বড়ো অমায়িক হৃদয়ে,
চাইছে সে এবার বিচার,
মুখোশ হীন নিঝুম ,নীরউজ্জ্বল কে-
নেবে কি এই সমাজ?
দুনিয়া তাকে ব্যর্থ বলে, বলে সে একটি বোঝা।
সত্যি কি সে বোঝা এই পৃথিবীর বুকে?
এটা বোঝা নয় তো সোজা।
মুখোহীনেরা তো তাই ভীত বড়ো,
আছে তাই সন্তর্পনে,
বিলুপ্তপ্রায় তালিকায় যেন তাদের নাম না পরে।
তাইতো তারা নিশ্চুপ হয়ে যাচ্ছে, দিনে দিনে,
দিনের শেষে বদলে গেল অমায়িক মুখের ভাব।
জানিনা কবে পৃথিবী হয়ে উঠল-
মুখোশ ধারীদেরএক ছাপ।