...

21 views

মানবতার অবলুপ্তি
This poem based on the brutal killing of elephant in Kerala which shake our minds ......And this case raises question about humanity ........Some peoples are here with us who doesn't care about anyone .....they only see their own interests........they can do anything for money as the poacher did......but we all need to understand that elephants are also a living being like us , they are also a part of nature.......and without them the world would never be beautiful. So love animals and make world more beautiful 💙💙💙



সে ছিল এক নিষ্পাপ প্রকৃতি কন্যা
প্রকৃতির বুকে ধীরে ধীরে বেড়ে উঠেছিল সেই অসামান্যা।
বাস্তব জগতের চরম সত্য থেকে সে ছিল অনবগত
ভেবেছিল বুঝি কেটে যাবে জীবনটা এভাবেই আপনখেয়াল মতো।
জানতোনা অবোধ বালিকা আধুনিকতার নোংরা, কলুষিত রূপ
বোঝেনি সে সময়ের সাথে আধুনিকতার ছাপ সত্যকে করেছে বিলুপ্ত।
বাসা বেঁধেছে মানুষের মনে লোভ , লালসা আর উচ্চাকাঙ্ক্ষার বাসনা
হায়রে প্রকৃতি কন্যা ! পারেনি বুঝতে মানুষ করবে তার সঙ্গে এরূপ বিরঙ্গনা।
এসেছিল সে তব মাঝে কিছু খাদ্যের সন্ধানে
পারেনি বুঝতে কি চলছিল এই মানুষরূপী দানবের পাষাণ হৃদয় মনে।
বিশ্বাস করেছিল মানুষকে পরোয়া করেনি জীবনের
আশা রেখেছিল বুঝি প্রকৃতির মাঝে করবে সৃষ্টি নতুন প্রাণের।
কিন্তু ছলনাময়ী মানবহৃদয় দিল তাকে অন্ধকারে ঠেলে
ক্ষুধা তারের নিবারণ হলো চিরকালের, পারেনি আর চাইতে দুচোখ মেলে।
বুকে নিয়ে মরণপণ যন্ত্রণা লড়েছিল পাঞ্জা সে মৃত্যুর সাথে
শেষটায় নিজেকে ভাসিয়ে দেয় নদীর বুকে, এই ভেবে যদি পারে সে নতুন প্রাণকে বাঁচাতে।
কিন্তু নিষ্ঠুর পাশবিক মানবতা করল পরাজয় প্রকৃতিকে, নিষ্পাপ প্রাণ পেল মুক্তি
এভাবেই রোজ একটু করে ঘটে চলেছে মানবতার অবলুপ্তি।।
© All Rights Reserved