...

3 views

ক্ষত চিন্হ
হৃদয়ে ক্ষত- তা যে কারণেই হোক
সময় এসে সেলাই করে দেবে
শুধু থাকে বেদনার দংশন চিহ্ন।
কখনবা তাও মিলিয়ে যায়
সময়ের ধারায় ।
রোজ রাতে নামে অন্ধকার
চোখে নামে ঘুম,
স্বপ্নপুরির মায়াপরীরা
ছুঁয়ে দিয়ে যায় জাদু লাঠি ।
জেগে ওঠে কান্নারত আবেগ,
ছুটতে থাকে বাধন হারা ঘোড়ার মত
দাপিয়ে বেড়ায় হৃদয়ের মালভূমি,
অশ্ব ক্ষুরের শক্তিতে ছিটকে যায়
কান্না ভেজা ধুলোগুলো,
কখন যে মিলিয়ে যায়
কোন মায়াবি আলোকে ।
মনেও থাকে না কি ছিল ক্ষত,
কি বা তার পরিচয় ।
শুধু জানে কোন এক কবির লেখা -
কে আর হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে।





© touch of heart