...

4 views

হেমন্তের সন্ধ্যা
এখন সন্ধ্যা।
নিস্তব্ধ চারিদিক।
অনেক পাখির দলই ঘরে ফিরেছে।
এখনো কিছু পাখি ঘরে ফিরছে।
এই সন্ধ্যার মুহূর্তে,
আকাশে তাকিয়ে দেখি একটি লক্ষ্মী পেঁচা।
সে ধীর গতিতে উড়ছে।

হঠাৎ শঙ্খ ধ্বনি শোনা গেল।
বুঝলাম মা সন্ধে দিচ্ছে।
কিছুটা পরে হাতের...