ইচ্ছে ছিলো
ইচ্ছে ছিলো এক পশলা বৃষ্টি হবো,
হঠাৎ এসে তোমায় ভেজাবো।
কিন্তু তুমি ছাউনিতে চলে গেলে।।
ইচ্ছে ছিলো সাগর হবো,
একটা বিরাট ঢেউ হয়ে তোমায় ভেজাবো।
কিন্তু তুমি সাগরের তীরে এসে ফিরে গেলে।।
ইচ্ছে ছিলো ছাঁয়া হবো,
সারাক্ষণ তোমার পাশে পাশে থেকে যাবো।
কিন্তু তুমি আধারেই রয়ে গেলে।।
ইচ্ছে ছিলো...
হঠাৎ এসে তোমায় ভেজাবো।
কিন্তু তুমি ছাউনিতে চলে গেলে।।
ইচ্ছে ছিলো সাগর হবো,
একটা বিরাট ঢেউ হয়ে তোমায় ভেজাবো।
কিন্তু তুমি সাগরের তীরে এসে ফিরে গেলে।।
ইচ্ছে ছিলো ছাঁয়া হবো,
সারাক্ষণ তোমার পাশে পাশে থেকে যাবো।
কিন্তু তুমি আধারেই রয়ে গেলে।।
ইচ্ছে ছিলো...