নিঃশব্দ শ্রমিকের কান্নাহীন জীবন
**নিঃশব্দ শ্রমিকের কান্নাহীন জীবন**
দিনভর সে শ্রম করে,
না বলে কিছু, না করে ক্ষোভের প্রকাশ,
কেমন যেন এক নিঃশব্দ যাত্রা,
তার রোজগারে যেন লুকানো বাঁচার নিঃশ্বাস।
হাতের রেখায় কঠিন পরিশ্রমের ছাপ,
মাটির গন্ধ মিশে যায় তার ঘামে,
দিন যায় রাত আসে, শুধু জীবন কাটে
কিন্তু তার মুখে নেই কোনো অভিযোগের নাম।
কোথাও কোনো চাহিদা নেই,
কোনো স্বপ্নের দাবি নেই,
যেন সে জীবনকে মেনে নিয়েছে,
শুধু নিঃশব্দে কাজ করে যায়,
নিদ্রাহীন চোখের গভীরে
থাকলেও নেই কোনো ব্যথার রেশ।
তার জীবন যেমন, যেন বয়ে চলা নদীর মতো,
কোনো বাঁধা নেই, শুধু নিরন্তর প্রবাহ,
তেমনি সে চলেছে, থামে না,
শুধু রোজগারে রাখে জীবনের ছোঁয়া।
কখনো সে ভাবে না,
কেন এতো কষ্ট, কেন এতো বঞ্চনা,
কেন এতো ত্যাগ, তবুও নিঃশব্দে বয়ে চলে,
তার শ্রমিক হৃদয়ে যেন তৃষ্ণা নেই কান্নার।
...
দিনভর সে শ্রম করে,
না বলে কিছু, না করে ক্ষোভের প্রকাশ,
কেমন যেন এক নিঃশব্দ যাত্রা,
তার রোজগারে যেন লুকানো বাঁচার নিঃশ্বাস।
হাতের রেখায় কঠিন পরিশ্রমের ছাপ,
মাটির গন্ধ মিশে যায় তার ঘামে,
দিন যায় রাত আসে, শুধু জীবন কাটে
কিন্তু তার মুখে নেই কোনো অভিযোগের নাম।
কোথাও কোনো চাহিদা নেই,
কোনো স্বপ্নের দাবি নেই,
যেন সে জীবনকে মেনে নিয়েছে,
শুধু নিঃশব্দে কাজ করে যায়,
নিদ্রাহীন চোখের গভীরে
থাকলেও নেই কোনো ব্যথার রেশ।
তার জীবন যেমন, যেন বয়ে চলা নদীর মতো,
কোনো বাঁধা নেই, শুধু নিরন্তর প্রবাহ,
তেমনি সে চলেছে, থামে না,
শুধু রোজগারে রাখে জীবনের ছোঁয়া।
কখনো সে ভাবে না,
কেন এতো কষ্ট, কেন এতো বঞ্চনা,
কেন এতো ত্যাগ, তবুও নিঃশব্দে বয়ে চলে,
তার শ্রমিক হৃদয়ে যেন তৃষ্ণা নেই কান্নার।
...