...

1 views

সমুদ্র
সমুদ্র তুমি অতি গম্ভীর।
তোমার সামনে বসে তোমার কথা শুনতে লাগে ভালো।
হৃদয়ে আমার তোমায় চায়।
তোমার সামনে বালি গুলো যেন চাদরের মতো আরাম দেয়।


যত তোমাকে দেখি যেন এক অদ্ভুত সৌন্দর্য।
চন্দ্র, সূর্য, মেঘ, বালুকাগন যেন তোমার সাথেই করে খেলা।
কি যেন এক অপরূপ তোমার মায়া!


তোমার সামনে বসে হাওয়া খেতে লাগে দারুন একরকম মজা।
তোমারগম্ভীর গর্জন শুনলে মন শান্ত হয়ে যায়।
তোমার আমার গগনের খেলা ভারী মজার!

সমুদ্র তুমি থেকে যেও এমনি সুন্দর গম্ভীর।
তোমার কাছে বার বার যেতে চাই।
জীবন শেষ কাল অবধি।