...

5 views

তুমি শুধুই মা❤️🤱
তোমায় নিয়ে তেমন কিছু লিখি না
তোমায় নিয়ে কাওকে তেমন কিছু বলিও না,
তবে আমায় নিয়ে, তোমার কাছে করি হাজার নালিশ।

মা , সবাই তো মায়ের জন্য কত কিছু করে , আমি তো কিছুই করিনা।
তখন তুমি মুচকি হেসে , মুখের দিকে তাকিয়ে আমায় বলো,
বোকা মেয়ে, তুই কত চেষ্টা করিস , এর থেকে বেশি কি চাই , হুঁ! কি যে বলিস!

মা তোমায় মাঝে মাঝে বলি ,
তুমি এত ভালো কেনো বলোতো?
তুমি চুপ করে নিজের কাজটি করতে থাকো,
কেনো মা ,এত ধৈর্য্য তোমার...