...

2 views

মহারাজা সত্যজিৎ রায়
মহারাজা সত্যজিৎ রায়
সাহিত্য মুখার্জী (দশম শ্রেণী)




ভুতের রাজা দিল বর্
গুপি - বাঘাকে
মোরা সেলাম থাকছি আজকে
মোদের রাজার রাজাকে

[ সেলাম - জয় জয় ] (মিউজিক)

ছুটছে অপু,  ছুটছে দুর্গা
রেলগাড়ি দেখবারই আশা ‌!

তাদেরকে তুলেছে রাজা
পথের পাঁচালীর ফ্রেমে ...

[হেই হো , হেই হো] (মিউজিক)

সেলাম সেলাম মহারাজা
তোমার আছে অসীম কৃপা (×2)

[হেই হো , হেই হো] (মিউজিক)

শঙ্কুর নতুন আবিষ্কার ,
ফেলুদার যে সংস্কার
তারা যে দুর্নিবার
তাদের আগে সবার হার

[হেই হো , হেই হো] (মিউজিক)

দাবা খেলায় পটু হয়ে
লড়ছে খিলাড়ি
তাই সিনেমা করলেন মহারাজা
' সৎরাঞ্জ কি খিলাড়ি '

[হেই হো , হেই হো] (মিউজিক)

থামেনি সে কখনো
অনেক গল্প লিখে
থামেনি সে কখনো
অনেক সিনেমা করে
তাইতো সে
"অস্কার ফর দি লাইফটাইম আছিইভমট" 
জিতেছে

[ জয় হো জয় হো ] (মিউজিক)


*************************************



সত্যজিৎ রায় হলো আমার কাছে ও বাংলা সাহিত্যের কাছে এক উজ্জ্বল নক্ষত্র । তার লেখা অজস্র গল্প ও ফিকশন উপন্যাস যেমন ফেলুদা সিরিজ , প্রফেসর শঙ্কু সিরিজ ও অন্যান্য  সমস্ত সিরিজ বা ছোট গল্পঃ তিনি এমন ভাবে রূপান্তরিত করেছিলেন যা যেমন সত্য ঘটনা বলে মনে হয়েছে তেমনি বাংলা কে বারম্বার গর্ভ করবার সুযোগ দিয়েছে । তার এই লেখাগুলোকে জানাই আন্তরিক প্রণাম ।
এছাড়া তার দারুন চলচ্চিত্রগুলোও তিনি নিপুণ ভাবে চিত্রায়ন ও রূপায়ণ করেছিলেন , ফেলুদা সিরিজ  , গুপি - গাইয়ন সিরিজ  , সৎরাঞ্জ কি খিলাড়ি ও অন্যান্য সুপারহিটছবি জার বেশিভাগ তিনি অর্জন করেছিলেন ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস  পেয়েছিলেন যা ৩০টিরও বেশি বলে চিহ্নিত করা গেছে । আমি অন্তর থেকে তাকে প্রণাম জানাই এবং তার আশীর্বাদ ছাড়া আমি অপূর্ণ , আমার লেখা অপূর্ণ , তাই সবসময় তাকে মাথায় রেখে এই সব গল্প ও কবিতা লিখেছি ও ভবিষ্যতে লিখবো। তিনি যেখানেই থাকুক ভালো এবং আনন্দে থাকুক এবং আমাদের মত ক্ষুদে - লেখক লেখিকাদের এমন ভাবেই আশীর্বাদ ও অনুপ্রানিত করুক আমাদের সার্বিক উন্নতির জন্য।
ধন্যবাদ।

© Sahitya Mukherjee......✒️
#SatyajitRay #Author #famouswriters #Sahitya #memorial