...

3 views

ধুলোমাখা স্মৃতির পাতা
ধুলোমাখা স্মৃতির পাতা

ধুলো জমেছে, শেল্ফের কোণে,
আমার শরীর জুড়ে আঁকা সময়ের রেখা,
পাঠকের হাতের স্পর্শের অভাব,
অনেকদিন ধরে আমি ছিলাম একা।

মনে পড়ে, সেই দিনগুলো,
যখন ছিলাম আমি আলোয় ভরা,
পড়ার জন্য উন্মুখ ছিল সবাই,
প্রতিটি পৃষ্ঠা ছিল জীবন্ত ধারা।

প্রথম পাঠক, প্রথম স্পর্শ,
আদরে আমাকে পড়েছিল একজোড়া চোখ,
শব্দগুলোয় তারা খুঁজেছিল অর্থ,
আমার ভেতরেই ছিলো তাদের সুখ।

কিন্তু আজ আমি শুধুই স্মৃতি,
লুকিয়ে আছি ধুলোমাখা অন্ধকারে,
কেউ আর খোলে না আমার পাতা,
কেউ আর খুঁজে না আমায় সবার মাঝে।

ধুলো জমেছে আমার মলাটে,
স্মৃতি যেন মরচে পড়া সোনার মতো,
প্রতিটি বাক্য, প্রতিটি শব্দ,
আজ শুধুই যেন স্মৃতির ছায়া।...