তারাতারি জানিও
এখানে এখনও আকাশটা নীল,
সন্ধ্যা এখনও নামেনি দেখছি
তুমি কি তোমার গন্তব্যে পৌঁছে গেছো?
আমার চিঠির উত্তরটা আমি এখনও পাইনি,
তুমি খামে সঠিক ঠিকানা লিখেছিলে তো?
তোমার কি পৌঁছতে রাত্রি হয়ে যাবে?
ফিরবে কবে উত্তরে অবশ্যই জানিও।
জানো! শ্যামলী এখন আর নদীর ধারে যায় না,
কুয়োর ধারে দাঁড়িয়ে আকাশ পানে কি যে দেখে কে জানে!
তোমার অফিসে দূর্গা পূজার ছুটি কদিন?...
সন্ধ্যা এখনও নামেনি দেখছি
তুমি কি তোমার গন্তব্যে পৌঁছে গেছো?
আমার চিঠির উত্তরটা আমি এখনও পাইনি,
তুমি খামে সঠিক ঠিকানা লিখেছিলে তো?
তোমার কি পৌঁছতে রাত্রি হয়ে যাবে?
ফিরবে কবে উত্তরে অবশ্যই জানিও।
জানো! শ্যামলী এখন আর নদীর ধারে যায় না,
কুয়োর ধারে দাঁড়িয়ে আকাশ পানে কি যে দেখে কে জানে!
তোমার অফিসে দূর্গা পূজার ছুটি কদিন?...