...

3 views

তারাতারি জানিও
এখানে এখনও আকাশটা নীল,
সন্ধ্যা এখনও নামেনি দেখছি
তুমি কি তোমার গন্তব্যে পৌঁছে গেছো?
আমার চিঠির উত্তরটা আমি এখনও পাইনি,
তুমি খামে সঠিক ঠিকানা লিখেছিলে তো?
তোমার কি পৌঁছতে রাত্রি হয়ে যাবে?
ফিরবে কবে উত্তরে অবশ্যই জানিও।
জানো! শ্যামলী এখন আর নদীর ধারে যায় না,
কুয়োর ধারে দাঁড়িয়ে আকাশ পানে কি যে দেখে কে জানে!
তোমার অফিসে দূর্গা পূজার ছুটি কদিন?
এবার পুজোয় ফুচকা খাওয়াতে হবে কিন্তু!
তোমাকে তো বলাই হয়নি আজ লিপিকা - কে দেখলাম,
কি ফুটফুটে ওর মেয়েটাকে দেখতে হয়েছে ।
বিড়াল টা এখনও তোমার ঘরে আসে নাকি?
বলে দিচ্ছি বাড়িওয়ালাকে এবার কিন্তু বলতেই হবে!
শোনো , ফেরার সময় কার্তিক দার - দোকান থেকে কুলের আচার এনো কিন্তু!
আচ্ছা , তাড়াতাড়ি উত্তরে জানিও ,
আমি লিখতে বসলে ভুলেই যাই যে কত কিছু বলার তোমায়,
আমার কেমন জানি অস্থির লাগে,
উত্তরের আসায় মনে গতি তীব্র ছোটে।
এবার তবে রাখি ,সাবধানে যেও, পৌঁছে জানিও ।
লক্ষ্মীটি কাজের ফাঁকে চিঠি লিখো,
উত্তরের আশায় বসে থাকবো।


© Puja Karmakar💥