...

6 views

মন চায়
এখন খুব কান্না পায় ,
চোখে নিষ্প্রভ কিছু আলোর ছটায় ।
আঙুলের ভাজে প্রচুর হিসেব
দলীল ওখানেই শিরদাঁড়া ভাঙা ।
অজস্র দিনের ঘামে ভেজা কপাল
আজ আঁশটে গন্ধেও ভেজাল খোঁজে ।

আর আমি সেই প্রাক্তন রাতে
বাম হাতে ধরা মদের বোতলে
একরাশ নিঃশ্বাস ফেলে
এগোনোর পথ খুঁজে বেড়াই ।

জানি মিলবে না কিছুই !
মিলবার কথাও নয় এখন
সবই তো ভ্যাপসা স্মৃতির তটে
কয়েক সংখ্যার টানাপোড়েন মাত্র ।

তবে ফিরবার মন চায়
মন চায় যেতে একটান সুখে ।
দিন খায় রাত সাড়ে
কুপোকাত হয়ে ফিরতেও
মন চায় বেহায়া অবহেলার মুখে ।


© Manotosh Baidya