রং…
আকাশ-এর গা'য়ে হারিয়ে যাচ্ছে রং
রং আজ দেখি বড়ই ঘোলাটে;
ঘোলাটে-সমাজ, উড়িয়ে দিছহে ধোঁয়া
ধোঁয়া উড়ে যায় শিল্পায়ানের মলাটে
মলাটে! শুধুই প্রতিশ্রুতির খেলা,
খেলা-ই জীবন, ভুলে থাকার নেশা;
নেশা আমার - শিরায় শিরায় রক্ত -
রক্ত - মাংস বেচা কেনাই পেশা।
পেশা-র নীতি পাল্টে যাচ্ছে মিনিটে;
মিনিটে হাজার আই-ফোনে ওঠে ছবি -...
রং আজ দেখি বড়ই ঘোলাটে;
ঘোলাটে-সমাজ, উড়িয়ে দিছহে ধোঁয়া
ধোঁয়া উড়ে যায় শিল্পায়ানের মলাটে
মলাটে! শুধুই প্রতিশ্রুতির খেলা,
খেলা-ই জীবন, ভুলে থাকার নেশা;
নেশা আমার - শিরায় শিরায় রক্ত -
রক্ত - মাংস বেচা কেনাই পেশা।
পেশা-র নীতি পাল্টে যাচ্ছে মিনিটে;
মিনিটে হাজার আই-ফোনে ওঠে ছবি -...