...

1 views

দিশাহীন
কোনো এক নিবিড় চন্দ্রিমায়
দিশেহারা ধূমকেতু হইয়া বিচলিত
তারাদের মধ্যিখানে কাহারে যেনো খুঁজিয়া যায়।
অস্ফুট কন্ঠে ডাকিয়া যায়
শ্বাসরুদ্ধ করা হৃদয়াঙ্কিত বর্ননেরে।
কাল্পনিক প্রেমের হাতছানিতে নিজেকে
আকর্ষিত পাইয়া হাঁটিয়া চলে কোনো
কাল্পনিক পথে নিজের গন্তব্য সাধিতে।
অজানা তারাদের ভিড়ে কোনো জানা উত্তরে
প্রশ্ন করিতে নিজেকে করিয়াছে দৃঢ়।
বিধ্বস্ত করিয়াছে নিজের সমস্ত মতানুবাদ
যা সমাজের বুকে তাকে বিদ্রোহী গড়ে তুলে।
তবুও ধুলিস্মাৎ হইয়াছে তার বস্ত্র সমাজের
কলঙ্কিত কটু ভাবনায় ছিন্ন ভিন্ন হইয়াছে
তার পদযুগল রাঙিত হইয়াছে শোনিত লাভায়।
ভাবনা যেন আজ তাহারে তাড়াইয়া মারে
কোনো এক দিগন্তহীন দিশার দিকে,
তবুও ভাবনার বাগডোর নিয়ন্ত্রণে রাখিয়া
চলিয়াছে সে অচেনা দিশায় পরিবর্তন খুঁজিতে,
সেই পরিবর্তন যা জীবনের গতিপথ
নিজের লক্ষ্যে বদলাতে সক্ষম।
© SDC