অলসতার আত্মকথা
গেলাম আমি চলে
পৃথিবীর মায়া ভুলে
পূর্ণ জীবন পেয়ে
গেলাম শুধু খেয়ে
রাখিনি কেনো গতানুগতিক
গীত, কাব্যের গতিক
নিজে না করে কর্ম,
বলি এ কেমন ধর্ম?
মানুষের কোলাহল পাই।
সেথায় বিরাজমান নাই
নাই কোনো মিছিলে
নাই কোনো মাজলিসে
মানুষের সমাগম ছেড়ে
পলায়ন করেছি ধীরে
নিজে না করে কর্ম,
বলি এ কেমন ধর্ম?
দীর্ঘ জীবন শেষে
চিরো ঘুমে ভাবি বসে...
পৃথিবীর মায়া ভুলে
পূর্ণ জীবন পেয়ে
গেলাম শুধু খেয়ে
রাখিনি কেনো গতানুগতিক
গীত, কাব্যের গতিক
নিজে না করে কর্ম,
বলি এ কেমন ধর্ম?
মানুষের কোলাহল পাই।
সেথায় বিরাজমান নাই
নাই কোনো মিছিলে
নাই কোনো মাজলিসে
মানুষের সমাগম ছেড়ে
পলায়ন করেছি ধীরে
নিজে না করে কর্ম,
বলি এ কেমন ধর্ম?
দীর্ঘ জীবন শেষে
চিরো ঘুমে ভাবি বসে...