...

8 views

মধু কবি
বাঙালি ঘরে জন্ম নিলেন,
মধুসূদন দত্ত,
তিনি একজন কবি হবেন,
কেউ কি তা জানতো?
ওনার বাবা, রাজনারায়ণ,
খুবই বড়ো লোক, ছেলেকে নিয়েই,
স্বপ্ন দেখেন,
নিশি কিংবা ভোর।

কিন্তু একি হলো হায়!
সে যত বড়ো হয়,
বাবার কথা নাকচ করে,
অন্য পথে যায়।


বাংলা তার চোখের বিষ,
ইংরেজি তার মনি,
ইংরেজিতে আর শেক্সপীয়ারে সে তো,
মাতে বেশি!



তারপরেতে ,কবিতা লেখা
হাতে বিয়ারের বোতল,
ঝরঝরিয়ে কবিতা ঝরে,
ইংরেজিতে মত্ত।


হায়রে! সেই মধুসূদন, নিলেন খ্রীষ্টান ধর্ম!
রাজনারায়ণ, করলেন তাঁকে চিরকালের ত্যাজ্য !

তারপর এলো দুর্ভিক্ষ,
ভরসা এখন গৌর।
ছোট্টবেলার বন্ধুটি তাঁর,
সত্যি বড়োই অপরূপ।

সাহায্যের হাত বাড়িয়ে সে,
বললো মধুকে, "চিন্তা নেই, আমি আছি,
বিপদ গেছে কেটে।"
তারপরেতে কলিকাতায়ে তাঁহার আগমন,
চাকরিতে এবার নামতে হবে,
এটাই যা সম্বল।

কেউ কি জানতেন,
শেষে কিনা,
নিতে হবে কেরানির সে চাকরি!
রাজনারায়নের পুত্র কিনা,
করলেন সে চাকরি!

তার সাথে চলতে লাগলো ইংরেজিতে লেখা,
নীলদর্পন ও বাংলা নাটক,
হলো অনুবাদ।

অনুবাদ হলো ইংরেজিতে,
পেলেন প্রশংসা,
জানলো না শুধু, ইংরেজরা,
...