...

3 views

যীশু জয়ন্তী
এটি ২০২৩ বছর আগের কথা:
একটি কচি শিশুর জন্মগ্রহণ
ছাগল-ঘরে খড়ের মাঝে।
ভালোবাসার প্রচারে তাঁর
জীবন কেটেছিল ৩৩ বছর।
বহু লোক তাঁকে ভগবান
বলে মানে, তাঁদেরকে খৃষ্টান
বলা হয়। আমি তা নই তবে
যীশুকে ভগবান মানতে পারি
কারণ আমরা সকলেই তাই
(আমার মতে)! সর্বত্রের অংশ
ছড়িয়ে ছিটিয়েছে ইতিহাসে,
সমগ্র বিশ্বে, সৃষ্টি মানেই ঐ
একটি বাস্তব যা থেকে কেউ
বাদ পড়ে না। যীশু দেখালেন
আধ্যাত্মিক ভালোবাসাতে
আমরা একত্র। যেমন আমরা
তেমনই তিনি ছিলেন, যেমন
তিনি তেমন হতে পারি আমরা।
এই অদ্বৈত সত্যকে আলোকিত
করেন যীশু, যাঁর জন্ম সেই
২৫এ ডিসেম্বর ২০২৩ বছর
আগে। খৃষ্টান পঞ্জিকায় যীশুর
জয়ন্তী আর বর্তমান সাল এক
সর্ব্বদা। আরও পঞ্জিকা আছে,
আরও মহানরা এসেছে, গেছে,
সকলেই মনে করিয়ে দিয়েছে
সেই কথা: আমরা এক, আমরা
ভালোবাসায় বাঁধা, এটাই সব।
আজ যীশুর জন্মদিন, স্মরণ
করা যাক্ তাঁকে যিনি বলেছিলেন
"একে অপরকে ভালোবাসো
যেমন আমি ভালোবেসেছিলাম"।


© Sanjib Basu