...

2 views

ছাড়ার গল্প


ছায়ার আলোর মাঝে ডুবে,
জীবনটা হারিয়ে যায়।
স্বপ্নের প্রান্তে দাঁড়িয়ে থেকে,
অনুভবে হারিয়ে যায়।

নীরবতার সুরে মিশে,
মনের কথা জানায়।
আলোছায়ার খেলায় যেন,
দিনরাত কাটে হাওয়ায়।

অন্তরালের ছায়া পথে,
চলতে গিয়ে পাই।
অনুভূতির হারানো ক্ষণ,
হারিয়ে ফেলা দায়।

ছায়ার গল্প ফুরোয় না,
দিন ফুরিয়ে যায়।
আলোর মাঝে ছায়া হয়ে,
জীবন ভেসে যায়।

বিরহ আর মিলনের মাঝে,
ছায়ার খেলা হয়।
আলোছায়ার টানাপোড়েনে,
হৃদয় জুড়ে রয়।

রাতের গভীর অন্ধকারে,
ছায়া শুধু থাকে।
আলো যখন চলে যায়,
মনের কথা বলে।

জীবনের এই ছায়ার পথে,
হেঁটে চলি আমরা।
স্বপ্নের মাঝে ভেসে থেকে,
হৃদয়খানি ভরা।

স্মৃতির পাতায় লেখা থাকে,
ছায়ার সেই গল্প।
জীবনের সেই আনন্দ খুঁজে,
ফিরে পাই এক তৃপ্তি।

সেই ছায়ার মাঝে আমরা,
স্বপ্ন সাজাই নতুন।
আলোর সাথে ছায়া নিয়ে,
বেঁধে রাখি মন।

এই পথ যেন শেষ না হয়,
ছায়ার গল্পে বাঁচি।
জীবনের এই ছায়ার মাঝে,
আলোর পরশ রাখি।

ছায়া যতই ঢেকে দেয়,
আলো ছাড়ে না।
আলো-ছায়ার খেলা শেষে,
মুক্তি খুঁজে পায়।

🖋কলমে
Indrani Palit Karmakar