...

2 views

#চিঠি
আজ ৪ঠা বৈশাখ তোমার লেখা চিঠি
এইমাত্র ডাকমাস্টার দিয়ে গেলেন
বৈশাখ মাসের আজ চার তারিখ
গন্ধ ভরা গোলাপের পাপড়ি একটু শুকিয়ে গেছে
তাতে কি,তবুও তো আমার নামে।।।
পত্রের প্রতিটা কথা তোমার মুখটা প্রতিছবি হয়ে উঠছে
সৈনিক হয়ে দেশের জন‍্য জীবন বাজি রেখে
রাত দিন মৃত্যুর সঙ্গে লড়াই চলে অহরহ।
গর্ব করি তোমায় নিয়ে আবার ভয়ে মূর্ছা যাই বারবার
দূরে থেকেও জানি তুমি আছো আমার সাথে সাথে।
মাঝে মাঝে দমকা হাওয়া আমার যেন শ্বাস রোধ করে ।
কি জানি, কি হয়!!! তোমার লেখা চিঠি অক্সিজেন জোগায়
চিঠির শেষ বাক‍্য পড়ে চলেছি বার বার "আমি আসছি খুব তাড়াতাড়ি,তুমি আসবে রেল স্টেশনে আমরা ফিরবো এক সঙ্গে ঘরে "।।।

স্বত্ব সংরক্ষিত:-- জয়শ্রী অধিকারী

১৩ই বৈশাখ ১৪২৮

© জয়শ্রী অধিকারী