...

7 views

বেদনার বালুচরে
Collaboration
📚
Starring
Nemo ( Gecho Dada)
And
Shrutira


নিমো



আঁধার থেকে আরো আঁধার এই রাতের মন দুয়ারে রেখেছি খুলে তোমার আত্মা -উপকূলে
যেখানে নদী স্রোত নাব্যতা হারিয়ে আটকেছে
বালুচরে।

শ্রুতিরা

এই কি তার পরিণতি?
বুঝিনি আমি।
তুমি বুঝিয়ে দিলে,
অনেকটা রাস্তা বুঝি,
পেয়ে যেতাম আমি।

নিমো


শীত ঘুমের বালিয়াড়ি রোদ মেখে আসে প্রতিটা
সকাল।
একটু একটু চেনা অভ্যেসে
আমি নতুনত্বের
ছোঁয়াচ খুঁজি।



শ্রুতিরা

খুঁজি মিলনের গান,
খুঁজি আনন্দ,
খুঁজি একচিলতে হাসি,
তোমার কিছু টুকরো কথা,
যা আমার চিত্তকে,
করে মত্ত।

নিমো

আলগা স্বেদ, চুইয়ে পড়ে কপোলে,
তোমার হরিণী দৃষ্টি এড়াই কেমন করে?
পাতা ঝরার মতো ঝরে যায় মন তোমার,
অনিমেষ তোমার অঙ্গুলি হেলনে বাধোবাধো
প্রেম

শ্রুতিরা

তুমি কি সেই মেয়ে?
যাকে বুকে ধরে ছিলাম আমি?
তুমি কি সেই?
যাকে করেছিলাম এতো আদর?
যার চিবুক স্পর্শ করে
বাইয়েছিলাম সুখ, দুঃখ, আনন্দ?
মুখোখানি আজও ভাসে যেন
ভাসে স্মৃতির কিছুটা অংশ,
যা হারিয়েছে বহুদিন।
সেই আমি, আর সেই তুমি,
মিলবে না তো,
কোনোদিন!
আজ ভেঙে গেছে যত সম্পর্ক,
যত মায়া, যত বন্ধন।

নিমো

লাজুক লতার মতো মুখ লুকোয়ে,
অভিশারে,
তুমি টের পাও না....।

শ্রুতিরা

তুমি বোঝোনি আমাকে,
এই যা দুঃখ,
মনের মন্দিরে তোমাকেই
রেখেছি আজও, কালও।

জানি না কি হারিয়েছি, কি হারালাম,
তবে এইটুকু জানি ভুলবো না তো
কোনোদিনও
সেই দিন, সেই রাত,
সেই সব স্মৃতি,
আর সেই বৃষ্টি ভেজা রাত।
আজ তুমি বহুদূরে,
পর হয়ে গেছো চলে।
আমি তো পারবো না,
পারবো না তো পর হয়ে
যেতে!
তোমার থেকে দূর হতে!


Thank u for reading 😌😌

A Collaborative effort by Gecho dada and
Shrutira ❤️













© All Rights Reserved