...

1 views

অনুরণন
একটি অপ্রবহমান নদী,
একটি শিষহীন পর্বত ,
একটি মৃত মহীরুহ ,
একটি লক্ষ্য শুন্য পথ,
এই সবকটির মতোই তাৎপর্যহীন
বোধহয় আমি তোমার কাছে।

পাখি যেমন গাছের বুকে বাসা বাঁধে
শুষ্ক মাটি যেমন বৃষ্টির সুখে কাঁদে
আমিও তোমার বুকে বাসা
আর চিবুকে বৃষ্টি হতে চেয়েছিলাম।

যেদিন শেষ সূর্যে ,
তোমাকে গোধূলির রঙে দেখালাম
আমি দিগন্ত হয়েছি ।
রাত জেগে তারা দেখা আমার শেষ
ঘাসের শিশিরে যেন
আমি চাঁদকে পেয়েছি।

সে এক দুর্নিবার অনুরাগ, অদ্ভুত এক মায়া
তোমাতে হয়েছি বিলীন আমি, হয়ে তোমার ছায়া।।









© itz sp's