...

13 views

নিস্তব্ধ কবিতা
আমি মরে যাবো বোবা পাখির মতো
অথবা,থাকবো নীরবে তালগাছের মতো ।
বড় পথে হাঁটিবার ভয় গ্রাস করে ।
গলিপথে শ্মশানের বিরাম প্রশান্তি।
তাই ,বারেবারে ছুটে যাই গলিপথে ।

শ্মশান, তবু মরিবার ভয় নাই।
দানবের জিহ্বার মতো লম্বা-বড় রাজপথে
মৃত্যুর ভয় গ্রাস করে।

মৃত্যু, তবু কোন আন্দোলন নেই।
কী লাভ আন্দোলনে ?
রথ যাত্রার ভীড় আন্দোলনের পথে ;
পাওয়া যায় দু-একটা বাতাসা সম তিক্ত জীবন।

জীবন, অনেকটা (তো) কেটে গেছে
জোয়ার-ভাটার টানে____
দাঁড়হীন-পালহীন নৌকার মতো জলে ভেসে।

আমি মরে যাব বোবা পাখির মতো
নয়তো,থাকবো নীরবে তালগাছের মতো।
© নিরাকার শিকারি