...

1 views

বদ্অভ্যাস
প্রিয় অনি,
তুমি চলে না গেলে আমার এই লেখা নামক বদ্ অভ্যাসটা হতো না। এর আগে কোনো দিন লেখার কথা চিন্তা করিনি। আমি তো কখনও লিখতেও চাইনি।
একটা ছোট্ট সংসার, তোমার সাথে থাকা আর ভালোবাসা ছাড়া আমি আর কিইবা চেয়েছিলাম ? ব্যাস এটুকু চাওয়া আমার পূর্ণ হয়নি অনি।
তুমি হঠাৎ পাড়ি দিলে অন্য কোথাও! অন্য কারোর ঘরে হলো তোমার ঠাঁই। সেই জায়গার হদিশ পেলেও, সেখানে গিয়ে দাঁড়ানোর অধিকার আমার ছিল না। কোন সাহসে যেতাম তোমার সামনে ? ভালোবাসার অপরাধে অকারণে অধিকার হারিয়ে ফেলার লজ্জায় আমার মুখ লোকানোর জায়গা কোথায় খুঁজতাম?
শুধু দূর থেকে তোমার চোখে সুখের হাসি দেখে ফিরে এসেছি খালি হাতে। যে চোখ কখনো আমাকে দেখার জন্য...