...

2 views

কল্প
দুটো অচেনা শরীর
দুটো অচেনা হৃদয়
আঁধারে,অভিঘাতে স্পর্শ,
অনুভূতি, আবেগে তোলপাড়
ক্ষনিকের অভিরাম।
দু একটি কথার বিনিময়
তারপর সব চুপচাপ
না আলাপ, না নাম।
মৌহূর্তিক মণি বিনিময়
অশনি আলোকে।
সময় স্থীর,
যেন কয়েক জন্ম পার।
বৃষ্টিতে বিঁধল চেতনা
আর ক্ষণিক কি থাকা যেতো না।
শব্দ কল্প স্পর্শ সময়ের সাথে ফিরে
ভাব নৌকা এলো বাস্তব তীরে।
এই বুঝি শেষ দেখা ।
গেছে দিন অনেক পার
মস্তিষ্ক গেছে ভুলে,
কিন্তু মন যেন এখনো ভার
তারে বারে বারে পেতে চায় ফিরে ।।

© itz sp's