...

6 views

চিঠির বাক্স
চিঠির পাতা হারিয়ে গেছে
খোঁজ পাইনা খামের,
ডাকটিকিটের বইটা ছিল
টিকিট নানান দামের।
দুপুরবেলায় দরজা নাড়া
পিওনদাদার চিঠি,
কোথায় যেন ঝাপসা লাগা
হারিয়ে যাওয়া স্মৃতি।

দরজা খুলে দৌড়ে খুঁজি
চিঠির বাস্ক খানা,
গুরুজনের চিঠি হলে
খামটা খোলাও মানা।
পোস্টর্কাডের খোলা চিঠি
দাদু,ঠাম্মার লেখা,
'শ্রীচরণেষু','ইতি তোমার..'
তাদের কাছেই শেখা।

'কেমন আছো'?ভালো আছি,
আদর মাখা খাম,
সজীব হাতের স্পর্শ তাতে
আমার লেখা নাম।
এখোনো সব যত্নে আছে
বইয়ের ভাঁজে রাখা,
আর আসেনা পিওনদাদা,
চিঠির বাক্স ফাঁকা।

এখন সব ফোনেই খবর
'কেমন আছিস,বল'?
'Ok,see you take care',
দেখা হবে চল।
কিংবা খোঁজো Whatsappতে
Message আছে রাখা,
আর আসেনা পিওনদাদা-
চিঠির বাক্স ফাঁকা।।

-শ্রীজিতা দও
© Shreejita