...

19 views

অপেক্ষা
চারিদিকে নিঃস্তব্ধ, কোন সাড়া নেই।
তারই মাঝে একা এই আমি,
চেয়ে আছি ঐ দুর আকাশপানে।
শুধুই অপেক্ষা,
যদি বৃষ্টি নামে।
চাঁদের আলোয় ছেয়ে গেছে আকাশের একপাশ,
অন্যপাশে তার ঘনঘন বিদ্যুতের চমকানি।
এরই মাঝে একা দাঁড়িয়ে,
তার অপেক্ষায় প্রহর গুনি।
বাতাসের মৃদু স্পর্শ যেন লাগছে গায়ে,
তারাগুলোও যে মেঘের আড়ালে গিয়েছে লুকিয়ে।
এ যেন তার আগমনী বার্তা,
কে যেন কানে কানে বলছে সে কথা।
হঠাৎ বজ্রপাতের ধ্বনীতে কেঁপে ওঠে বুক,
আকাশের দিকে চেয়ে আছি তবু,
দাঁড়িয়ে নিঃশ্চুপ।
এইতো, এই বুঝি শুরু হল বৃষ্টি,
হলাম ভিজে একাকার।
যাক,অবশেষে হল অবসান,
এই অপেক্ষার।