...

2 views

প্রশ্নের অন্তরালে


**প্রশ্নের অন্তরালে**

তোমাকে কেউ একটা প্রশ্ন করেছে,
এটা অনেক বেশি ব্যক্তিগত মনে হয়,
এটা শুধুমাত্র একটি প্রথম ছাপ,
তুমি ভাবতে পারো, তুমি ভুল— কিন্তু সত্যিই কি তাই?

প্রশ্নটির গভীরতা তোমার চেতনায় তীরের মতো বিঁধে,
একটি প্রশ্ন, যা হয়তো উত্তর খোঁজে না,
বা উত্তর দিতে তুমি প্রস্তুত নও,
হয়তো এই প্রশ্নের ওজন তোমার অস্তিত্বে ভারি হয়ে আসে।

কেন এমন হয় যে প্রশ্নগুলি আমাদের মুখোমুখি হয়,
যেগুলো আমরা এড়িয়ে যেতে চাই?
প্রশ্নটি কি উত্তর থেকে বেশি গুরুত্বপূর্ণ?
নাকি প্রশ্নের পেছনে লুকিয়ে আছে আরও অনেক কিছু?

তোমার মনে হয়,
প্রশ্নটি কেবল তোমার অভ্যন্তরে থাকা অস্পষ্টতাকে নির্দেশ করে,
এটি যেন কোনো অদেখা আয়নার সামনে দাঁড় করিয়ে দেয়,
যেখানে তুমি নিজেকে দেখতে চাও, কিন্তু চোখ বন্ধ করে ফেলো।

সময় যেন থেমে যায়,
প্রতিটি মুহূর্তে প্রশ্নের প্রতিধ্বনি শোনা যায়,
তুমি চেষ্টা করো পালাতে,
কিন্তু এই প্রশ্ন তোমার পিছু ছাড়ে না,
এটি একটি সঙ্গী হয়ে দাঁড়ায়,
তোমার প্রতিটি নিঃশ্বাসের সাথে মিশে যায়।

তুমি কি উত্তর দিতে প্রস্তুত?
নাকি উত্তর দেওয়ার মতো সাহস হারিয়ে ফেলেছ?
প্রশ্নের সামনে...