তোমার একার দেশ
তোমার নাকি মনের ব্যাধি ?
বালিশে ভেজা স্বপ্ন !
আবেগ প্রবণ ইচ্ছে তোমার !
কে বা করে যত্ন ?
একলা নাকি থাকতে পারো ,
মনখারাপের দেশে ;
আমি তো তোমার কাছের লোক ;
খুজবো কোথাই শেষে ?
তোমার প্রাসাদ অনেক উঁচু !
ধাঁধার মতো ঘর !
আমি বেস গুলিয়ে গেছি !
তোমার...
বালিশে ভেজা স্বপ্ন !
আবেগ প্রবণ ইচ্ছে তোমার !
কে বা করে যত্ন ?
একলা নাকি থাকতে পারো ,
মনখারাপের দেশে ;
আমি তো তোমার কাছের লোক ;
খুজবো কোথাই শেষে ?
তোমার প্রাসাদ অনেক উঁচু !
ধাঁধার মতো ঘর !
আমি বেস গুলিয়ে গেছি !
তোমার...