...

4 views

ঝরা পাতার জায়গাটুকু
যখন চারপাশে আনন্দ উৎসব আর কত আমেজ তবুও আমার মন কোন স্তির নয় আমি তাহা বুঝতে পারলাম না কোন ভাবে,তখন দৃঢ় মনে চিন্তা করতে লাগলাম কিন্তুু তাহার কোন কূল পেলাম না। অবশেষে তাহা বুঝতে পারলাম যে পৃথিবীতে আমি শুধু ক্ষণিকের অতিথি মাত্র, আমি বা আমরা সবাই, এই পৃথিবীর যত যশ কীর্তি তাহা সবই যেন শুধু মাত্র ক্ষণিকের আনন্দ ছাড়া আর কিছু হতে পারে না আমার জানা নাই। আমার বলতে যাহা কিছু আছে তাহা সবই এই পৃথিবী আমাকে দিয়েছে অতএব এসব কিছুর মালিক আমি না তাহা হয়তো কিছু বুঝতে পারলাম। তাতে কোন দুঃখ নেই, আমি জানি না।
তবুও আজ বিষন্নতা কারনে মনকে স্তির রাখতে ভাবলাম যে আজ আমি প্রেমিকার মন পেলাম না ঠিকই তবুও তার জন্য অভিযোগ নাই , শুধু শুভ কামনা।
আশে পাশের সবাই মায়াদারী এবং কি আমিই, যাহা হয়তো শুধু আমারা আমাতে ভাবি অন্য কিছু না। এই ভাবি না আমি যা চাই তা আমার না হতে পারে, হতে পারে অন্য কারো।তবুও যদিও সত্যিকার কোন মন বা প্রিয়তমা পাইনাই তাতে কোন দুঃখ নাই, আমি ভাবি হয়তো এই হীরা পান্নার কোন যোগ্যতা আমার বা কর্মে আমার নাই।
এসব ত আমার না যাহা আমি চাই,
আজ এত আনন্দ তবুও মনে কোন এক বিষন্নতার ভাব। জানি না কি লিখতে ছিলাম আর কি লিখেছি তাহা যেন এই বিষন্নতার উক্তি প্রকাশ পায় যাহাউক এই আনন্দ সময় নষ্ট করার মানে হয় না।
. . . . . . . ... সংক্ষেপে
ড়ায়রির পাতা গুলো
জীবনের অধ্যায়
পি,কে
© Pk