...

12 views

জীবন নষ্ট
ছোট্ট ছিলাম ভালোই ছিলাম ,
পড়ছিলামও বেশ ;
এখন দেখি পড়তে বসে
জীবন খানাও শেষ !

ভাবনা ছিল ;
ভর্তি হবো দূরে কোথাও ?
খ্যাতি হবে খুব !
ভুল-বশত নদীভেবে
দিলাম সাগরে ডুব !

হেথায় গেলাম, সেথায় গেলাম ;
গেলাম রাইপুর !
তবু জানিনা কেমন যে হবে ;
এই ভবিষ্যত অদূর ?

আড্ডা দিলাম বন্ধুর সাথে ,
কাটলো প্রহর অষ্ট !
এই ভাবেই কাটলো বছর ;
বুদ্ধি হলো ভ্রষ্ট !

অন্য কাজেই মগ্ন ছিলাম ,
ভাবিনি যে পড়তে হলে করতে হবে কষ্ট ;
এখন দেখি পড়াশুনার সবটুকুই নষ্ট !

© SHAYAARIDILSE