...

1 views

অনড় চক্র
চক্রের চলা হলে রুদ্ধ,
কে ঠেলিবে টানিবে,
ধার হতে তুলিবে,
পথে ফের বসাবে শুদ্ধ?

টানিবে না কেউ,
ঠেলিবে না কিছু,
চাকারই হবে ফের তেজ।
গড়িবে নিজ বেগে,
সুহৃদয়ের আবেগে,
আনন্দের গতি অনাবদ্ধ!


© Sanjib Basu