মায়াবী চোখে
তোমার ওই মায়াবী চোখে
চোখ রাখাতে
করছে মন বারণ,
চাইনা আমি তোমার ভালোবাসায় পড়াতে আবার অকারণ।
আমার সাকলে বিকালে,
একান্ত অ্যালকোহলে
আমার মন পাড়ায়,
দেখছি খালি তোমায়।
আমার জীবন চৈত্র মাস,
শুধু বুকফাটা দীর্ঘশ্বাস ।
তোমার ওই মায়াবী চোখে
অমন করে দেখে,
এনো মনে কালবৈশাখী,
তুমি তো এ শহরে থাকতে আসনি সখী,
তুমি পরিযায়ী পাখি
তবে এক পসলা বৃষ্টি ভিজিয়ে,
কেন আমাকে আবার কষ্ট ডুবিয়ে,
চলে যাবে নিষ্ঠুর মেয়ে??
কি লাভ তোমার খেলে হৃদয় নিয়ে ।
তোমার ওই মায়াবী চোখে
অমন করে থেকো না গো তাকিয়ে।
© Manab Mondal
চোখ রাখাতে
করছে মন বারণ,
চাইনা আমি তোমার ভালোবাসায় পড়াতে আবার অকারণ।
আমার সাকলে বিকালে,
একান্ত অ্যালকোহলে
আমার মন পাড়ায়,
দেখছি খালি তোমায়।
আমার জীবন চৈত্র মাস,
শুধু বুকফাটা দীর্ঘশ্বাস ।
তোমার ওই মায়াবী চোখে
অমন করে দেখে,
এনো মনে কালবৈশাখী,
তুমি তো এ শহরে থাকতে আসনি সখী,
তুমি পরিযায়ী পাখি
তবে এক পসলা বৃষ্টি ভিজিয়ে,
কেন আমাকে আবার কষ্ট ডুবিয়ে,
চলে যাবে নিষ্ঠুর মেয়ে??
কি লাভ তোমার খেলে হৃদয় নিয়ে ।
তোমার ওই মায়াবী চোখে
অমন করে থেকো না গো তাকিয়ে।
© Manab Mondal